শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

চৌগাছায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় শিমুল গাছ থেকে পড়ে মনি হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কৃষক মনি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের শুকুর আলীর ছেলে।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার মাধবপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রাজিবুল ইসলাম জানান, মনি হোসেন এদিন নিজ বাড়ির শিমুল গাছে তুলা পাড়ার জন্য উঠেছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নীচে পড়ে যান।

স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন