বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

কেশবপুরের ইউপি সদস্য মুজিবুর রহমান আর নেই

কেশবপুর প্রতিনিধি

কেশবপুর সাতবাড়িয়া ইউনিয়নের সকলের প্রিয় মেম্বার মুজিবুর রহমান (৬০) আর নেই। শনিবার (৯ এপ্রিল) সকাল ৮ টায় তার মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। জোহর বাদ তার দাফন সম্পন্ন হয়েছে।

কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৬ নং জাহানপুর ওয়ার্ডের পিতা মৃত আব্দুল জব্বার সরদারের পুত্র মোঃ মুজিবুর রহমান প্রথমে ২০০৫ সালের ইউপি নির্বাচনে প্রথম মেম্বার নির্বাচিত হন। এর পর ২০১০ সালে ও ২০১৬ সালের ২৮ মে তিনি তৃতীয় ও শেষ বারের মতো ইউপি মেম্বার নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘ ১৮ বছর সুনামের সাথে ইউপি মেম্বারের দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসায় তাঁর রোগ ভালো হবার নয় তাই ডাক্তারের পরামর্শে তাকে বাড়িতে আনা হয়েছিল। গতকাল শনিবার সকালে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে এলাকাবাসির মাঝে শোকের ছায়া নেমে আসে। সকলের প্রিয় মেম্বারকে শেষ বারের মতো একবার দেখতে তার বাড়িতে ভীড় করে। মৃত্যুকালে তিনি এক পুত্র সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার দুপুরে জোহরের নামাজ বাদ জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। তিনি তার শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

 

খুলনা গেজেট/কেএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন