যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় লিমন হোসেন খান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার টেঙ্গুরপুর গ্রামের গোলাম মোস্তফা খানের ছেলে।
লিমন হোসেন বৃহস্পতিবার রাতে চৌগাছায় জোড়া মার্ডারের শিকার হওয়া সহোদর আয়ূব খান ও ইউনুছ খানের আপন চাচাতো ভাইয়ের ছেলে । বৃহস্পতিবার বিকেলে উপজেলার নারায়নপুর-বকসিপুর সড়কের কপোতাক্ষ সেতুতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিজেই পড়ে যায়। এতে আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানকার চিকিৎসক চিকিৎসা দিয়ে তাকে বাড়ি নেয়ার জন্য বলেন।বাড়িতে নেয়ার পর শুক্রবার বেলা ১১টার দিকে তার অবস্থার অবনতি হলে তাকে আবারো চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসক আবারো যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে লিমনের মৃত্যু হয়।
ইউপি সদস্য জাকির হোসেন বলেন, লিমনের মরদেহ হাসপাতাল থেকে এনে টেঙ্গুরপুর খানপাড়া কবরস্থানে দাফন করা হবে।
এদিকে একই পরিবারে একইদিনে হত্যাকাণ্ডের শিকার হওয়া দুই সহোদর এবং তাদেরই ভাতিজা সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ বাড়িতে আসায় শোকের মাতম পড়েছে। শোকের ছায়া নেমে এসেছে টেঙ্গুরপুর গ্রাম তথা সমগ্র উপজেলায়।
খুলনা গেজেট/ টি আই