বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

নওয়াপাড়ায় প্রধান শিক্ষকের বেতনের টাকা ছিনতাই

অভয়নগর প্রতিনিধি

ব্যাংক থেকে বের হলেই তিন শিক্ষকের বেতনের লক্ষাধিক টাকা ছিনিয়ে নিলো দুই দুর্বৃত্ত। সোমবার (৪ এপ্রিল) দুপুরে নওয়াপাড়া সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। সোনালী ব্যাংক থেকে বেতনের টাকা উত্তোলন করে বের হওয়ার পর দুই ছিনতাইকারী তাদের টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। হরিচাদ মন্ডল দিঘলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ব্যাপারে শিক্ষক হরিচাদ মন্ডল অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন।

শিক্ষক হরিচাদ মন্ডল বলেন “ গতকাল সোমবার দুপুরে আমি আমার এবং আরো দুই শিক্ষকের বেতনের টাকা নওয়াপাড়া সোনালী ব্যাংক থেকে উত্তোলন করতে যাই। যখন ব্যাংকে টাকা উত্তোলন করি তখন ব্যাংকে অনেক ভিড় ছিল। তার মধ্যে থেকে টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বের হয়ে নিচে নেমে মোটরসাইকেলে করে রওনা হওয়ার আগেই দুইজন লোক আমার গতিরোধ করে টাকার ব্যাগ নিয়ে দ্রুত চলে যায়। আমার এবং অন্য ২ শিক্ষকের মোট এক লক্ষ টাকা উত্তোলন করেছিলাম। থানার ওসি (তদন্ত) অফিসার মিলন কুমার মন্ডল বলেন “ শিক্ষক হরিচাদ মন্ডল নামে এক শিক্ষক লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

 

খুলনা গেজেট/কেএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন