বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ঝিকরগাছায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফয়সাল আহমেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী রুবেল হোসেন (৩০)।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে দিগদানা নগর মাদরাসা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফয়সাল উপজেলার বড় পোদাউলিয়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে এবং আহত রুবেল উলাকোল গ্রামের জামাত আলীর ছেলে।

বাঁকড়া ইউপি চেয়ারম্যান আনিস-উর-রহমান জানান, ওইদিন রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি একজনের মরদেহ ও একজন আহত অবস্থায় পুকুরে পড়ে আছে। দ্রুতগতির মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিয়ে পুকুর পাড়ে ছিটকে পড়ে এতে একজন নিহত ও অপরজন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কে বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায় এবং গাছে গিয়ে ধাক্কা দেয়। চালক ও আরোহীর মাথায় হেলমেট না থাকায় একজন নিহত ও অপরজন আহত হয়েছেন। স্থানীয়রা গুরুতর আহত রুবেল হোসেনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। অপরজনের মরদেহ রাতেই স্থানীয় ফাঁড়ি পুলিশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন