যশোরের একটি আদালত একদিনে ২৬ মামলার রায় ঘোষণা করেছে। এনআই অ্যাক্টের ১২ মামলার মধ্যে ছয়টিতে ছয় আসামির সাজা ও ছয়জনকে খালাস প্রদান করা হয়েছে।
চোরাচালানের চার মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও মাদকের দু’মামলায় দু’জনকে সাজা দিয়েছেন আদালত।
এছাড়া, একই আদালত আরও আটটি মামলায় নয়জনকে সাজা প্রদান করে বিভিন্ন শর্তে প্রবেশনে মুক্তি দিয়েছেন।
বুধবার(৩০ মার্চ) যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এসব রায় ঘোষণা করেন।
এসময় সংশ্লিষ্ট আদালতের এপিপি লতিফা ইয়াসমিন ও ভীম সেন দাস উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্জ সহকারী আব্দুল কাইয়ুম।
সাজাপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, পৃথক দু’টি মাদক মামলার আসামি যশোর সদর উপজেলার মুড়লি গ্রামের মৃত জানু মাস্টারের ছেলে জাহাঙ্গীর হোসেন ডাবলু ও ঝিকরগাছার মোবারকপুর গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে বাবুকে দু’বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
চোরাচালান মামলায় ঝিনাইদহ জেলার ছোট কামারকুন্ডু গ্রামের পান্না মিয়ার ছেলে সাগর, যশোর শহরের রেলগেট এলাকার আব্দুর রহিমের ছেলে রায়হান, শার্শার গাতিপাড়া গ্রামের মহিম আলীর ছেলে আরশাদ আলীকেও একই শাস্তি ও একই জরিমানা করা হয়েছে।
এছাড়া, যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের সফিয়ার রহমানের ছেলে লিটনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও একহাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বিচারক। সকল সাজাপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন।
এছাড়াও বিভিন্ন শর্তে নয় আসামিকে সাজা প্রদান করে প্রবেশনে মুক্তি দিয়েছেন আদালত।
খুলনা গেজেট/ এস আই