শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে নাশকতা চেষ্টা মামলায় ছাত্রদলের সভাপতিসহ ১৫ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে নাশকতা চেষ্টা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আত্মসমর্পণ করা নেতাকর্মীরা হলেন, সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, নগর যুবদলের যুগ্ম আহবায়ক আরাফাত হোসেন, সদর উপজেলার ইছালী পূর্বপাড়ার কামরুজ্জামান মোল্লা, কাশিমপুর গ্রামের তাইজুল ইসলাম, গোপালপুর গ্রামের ইকবাল হোসেন, হাটবিলা গ্রামের আফজাল হোসেন, ছোট শেখহাটির তরিকুল ইসলাম, তালবাড়িয়ার (চিনেডাঙ্গাপাড়া) কবির হোসেন, রাজাপুর গ্রামের হাসান, এনায়েতপুর গ্রামের দাউদ মোল্লা, রাজাপুর পূর্বপাড়ার সবদুল মোল্লা, ছাতিয়ানতলা গ্রামের আবু তালেব, শামীম হোসেন অসীম ও কোদালিয়া গ্রামের আরিফুল ইসলাম টুকু।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম বিএনপিসহ অঙ্গ সংগঠনের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগ এনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ১৫ নেতাকর্মী রোববার আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে তা নামঞ্জুর হলে, তাদেরকে কারাগারে পাঠানো হয়।

 

খুলনা গেজেট/কেএ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন