শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে যুবলীগ কর্মী রিজু হত্যা চেষ্টা মামলার আসামি টিপু আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে যুবলীগ কর্মী সাইফুল উদ্দিন রিজু হত্যা চেষ্টার ঘটনায় আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ মামলার এজাহারভুক্ত আসামি টিপু শেখকে আটক করেছে র‌্যাব যশোরের সদস্যরা। টিপু শহরের হুশতলা এলাকার আলম শেখের ছেলে।

মঙ্গলবার রাত ১১টার দিকে র‌্যাব সদস্যরা টিপুর ভাড়া বাড়ি বকচর হুশতলায় অভিযান চালিয়ে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬, যশোরের কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান।

র‌্যাব জানায়, রিজুর উপর হামলার ঘটনায় তার পিতা গিয়াস উদ্দিন আটজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার অন্য আসামিরা হলেন, শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার আকাশ, ইশারত, বেজপাড়া মেইন রোডের শাকিল, আশরাফুল আলম পিয়াল, বারান্দীপাড়া কদমতলার ড্রাইভার বাবু, বেজপাড়া বুনোপাড়ার আনিস ও মোল­াপাড়ার মুকুট। এছাড়া মামলায় আরও ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

উলে­খ্য, ১৪ মার্চ রাত ৯টার দিকে যশোর শহরের বস্তাপট্টি এলাকায় উঠতি সন্ত্রাসীদের এলাপাতাড়ি ছুরিকাঘাতে সাইফুল উদ্দিন রিজু গুরুতর জখম হন। রিজু শহরের বেজপাড়া মেইন রোডের গিয়াস উদ্দিনের ছেলে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা গেজেপ/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন