বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্র জখম

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রোবায়েত হোসেন রাতিন (১৫) নামে এক স্কুলছাত্র গুরুতর জখম হয়েছে। আহত রাতিনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে শহরের মুজিব সড়কের জিলা স্কুলের পাশের গলিতে। আহত রাতিন শহরের শংকরপুর আশ্রম রোডের কামাল হোসেন তুহিনের ছেলে।

রাতিন জানায়, আমি কোচিং শেষে জিলা স্কুলের সামনে দাঁড়িয়ে ছিলাম। এসময় ৩ জন দুর্বৃত্ত এসে আমার বাম পায়ে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে। সে যশোর জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে তার ডান পায়ে ক্ষত হয়েছে। অবস্থা গুরুতর নয়।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন