শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

যশোরে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পাওনা টাকা চাওয়ায় সেলিম মুন্সি (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে।

আহত সেলিম জানান, গত দু’মাস আগে তার কাছ থেকে একই এলাকার মঞ্জিল নামে এক যুবক এক মাসের জন্য ২০ হাজার টাকা ধার নেন। কিন্তু সময় মতো এ টাকা পরিশোধ না করে বিভিন্ন তালবাহানা করে আসছিলেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি মঞ্জিলের বাড়িতে যান এ টাকা চাইতে। এসময় মঞ্জিলসহ তিন-চারজন তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

 

খুলনা গেজেট/কেএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন