বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পানিতে ডুবে মাহির নামে (৪) এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুড়াদাহ গ্রামের মনসুর আলীর ছেলে। সে যশোরে নানা বাড়ি বেড়াতে এসেছিলো। সোমবার দুপুর দু’টার দিকে চাঁচড়া শিবমন্দির এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

শিশুর নানা আলম সরদার জানান, মাহির তাদের বাড়িতে বেড়াতে এসেছিলো। বেশ কয়েকদিন ধরেই তাদের বাড়িতে ছিলো। সোমবার দুপুরে খেলতে খেলতে কখন যে পুকুরে পড়ে গেছে কেউ বুঝতে পারেনি।

পরে একজন পুকুরে গোসল করতে গিয়ে মাহিরকে ভাসতে দেখতে পায়। তখন দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদ জানান, দুপুরের পরে শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিলো। তবে তাকে আনার আগেই মৃত্যু হয়েছে।

 

খুলনা গেজেট/কেএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন