বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

করোনা পজিটিভ কাজী নাবিল

গেজেট ডেস্ক

করোনা ভাইরাসে পজিটিভ হওয়ার হার এখন খুবই কম। ক্রমেই যখন আক্রান্ত হওয়ার সংখ্যা কমছে তখন ক্রীড়াঙ্গনের বিশিষ্ট সংগঠকের পজিটিভের খবর পাওয়া গেল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি, দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ করোনায় আক্রান্ত হয়েছেন।

গত মঙ্গলবার (৮ মার্চ) তিনি করোনা পজিটিভ হন। গত জানুয়ারিতে যশোরে বুস্টার ডোজ নিয়েছিলেন এই জাতীয় সাংসদ ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক।

কাজী নাবিল আহমেদ তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বলেন, ‘মৃদু উপসর্গ ছিল। হাল্কা ব্যাথা, কাশি ও জ্বর ছিল। এখন অবশ্য এগুলো তেমন নেই। শারীরিকভাবে অনেকটা সুস্থ অনুভব করছি।’ ৮ মার্চ করোনা পজিটিভ হলেও ক্রীড়াঙ্গনের সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছেন৷ গতকাল জাতীয় দল কমিটির সভা অনলাইনে সভাপতিত্ব করেছেন৷

বাফুফে সহ-সভাপতি তার নেগেটিভ হওয়ার জন্য দোয়া কামনা করেছেন। সকলকে করোনা ভাইরাসের নিয়মিত ডোজের পাশাপাশি বুস্টার নেয়ার অনুরোধ জানিয়েছেন।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন