শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

মণিরামপুরে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে নাঈম সরদার (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজগঞ্জ হানুয়ার গ্রামে এ ঘটনাটি ঘটে। নাঈম ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে মৃগী রোগে আক্রান্ত ছিলো।

জানা যায়, শুক্রবার দুপুরে নাঈম বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এসময় পুকুরে কেউ ছিলো না। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। নাঈমকে বাড়িতে না পেয়ে পুকুর পাড়ে গেলে স্বজনরা তার জুতা দেখতে পান। পরে পানিতে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডুবন্ত অবস্থায় নাঈমকে মৃত উদ্ধার করা হয়।

নাঈমের চাচা আল মামুন বলেন, নাঈমের মৃগী রোগ ছিলো। পানি থেকে তোলার পর জীবিত ভেবে আমরা নাঈমকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন