শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

চৌগাছায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মজনুর রহমান (৩২) নামে এক সার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুন্ডি গ্রামে।

বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে উপজেলার ঝিকরগাছার কায়েমকোলা বাজার সড়কের রাণিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, মজনু ব্যবসায়ীক কাজে মোটরসাইকেলযোগে কালিয়াকুন্ডি গ্রাম থেকে সলুয়া বাজারে যাচ্ছিলেন। পথে সোলুয়া-কায়েমকোলা সড়কের রাণিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা জমি চাষ করা ট্রাক্টরের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর একটার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন