বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে কলেজ ছাত্রকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে শহরের মুসলিম একাডেমি স্কুল এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত বায়োজিদ যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে ও ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আহত বায়োজিদ জানান, তার বান্ধবিকে নিয়ে তিনি পৌরসভার মেইন গেট দিয়ে বের হয়ে মুসলিম একাডেমি স্কুলের সামনে পৌছায়। এসময় তাদেরকে কয়েকজন যুবক ব্যারিকেড দেয়। তারা বিভিন্ন ধরণের অসংলগ্ন কথাবার্তার বলতে থাকে। এক পর্যায়ে তারা ৫/৬ জন মিলে বাইজিদকে চাকু দিয়ে উরুতে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন