বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরের বেনাপোলে ওয়ান শুটারগানসহ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বেনাপোলে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী ইব্রাহিম হোসেন ওরফে মহুরি ইব্রাহিমকে (২৫) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রবিবার রাতে কাগজপুকুর বাজার থেকে তাকে অস্ত্রসহ আটক করে ডিবি পুলিশ।আটক ইব্রাহিম বেনাপোল পোর্ট থানার উত্তর বারপোতা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

ডিবি সূত্র জানায়, শান্তিশৃঙ্খলা রক্ষা, চুরি-ডাকাতি বন্ধ, মাদক চোরাকারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে জেলা ডিবির এসআই শাহীনুর রহমান ফোর্স নিয়ে বেনাপোল এলাকায় অভিযান চালায়। এসময় তারা পোর্ট থানার কাগজপুকুর বাজারস্থ সাদাফ সাইদা সুপার মার্কেটের সাজুর গাড়ি সার্ভিসিং সেন্টারের ভেতর থেকে একটি ওয়ান শুটারগানসহ ইব্রাহিমকে আটক করে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা ও আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন