বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

অভয়নগরে ব্যাটারি ভ্যানের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় মাদ্রাসা ছাত্র আনাছ শেখ (৭) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত ছাত্র উপজেলার দেয়াপাড়া গ্রামের ইকবল শেখের ছেলে।

রবিবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শংকরপাশা শাহীনপাড়া এলাকার মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সে মাদ্রাসার মাঠে সহ পাটিদের নিয়ে খেলা করছিল। মাদ্রাসা ছুটি হলে রাস্তা পার হয়ে ভ্যানে উঠতে যায়। বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত ভ্যান তাকে ধাক্কায় দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করে। খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয় ।

এ ব্যাপারে এস আই মনির জানান, ব্যাটারি চালিত ভ্যানে ধাক্কায় শিশুটি নিহত হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে খুলনা নেয়ার পথে সে মারা যায়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন