ইনোভেশন ওয়েলবিং ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার যশোরে মানসিক স্বাস্থ্য বিষয়ক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে বিশেষ চাহিদা সম্পন্ন অর্ধশতাধিক শিশুকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন। স্বাগত বক্তব্য দেন সংস্থার পরিচালক (কার্যক্রম) ফাতেমা পারভীন পুতুল। উপস্থিত ছিলেন সদর উপজেলা মেডিকেল অফিসার আদনান ইমতিয়াজ, জেলা প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, জেলা এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু, পারুল আক্তার প্রমুখ।
হেলথ ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার আনোয়ার হোসেন ও আইডাব্লিউএফ কনসালটেন্ট সাইকোলজিস্ট মালিহা আহমেদ। ক্যাম্পে শহরের বিশেষ চাহিদা সম্পন্ন অর্ধশতাধিক শিশুসহ অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হয়।
খুলনা গেজেট/এএ