শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

শার্শায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শা উপজেলার পল্লীতে পানিতে ডুবে তাকসিন নামে ৪ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বাড়ির পেছনের পুকুর পাড়ে খেলতে গিয়ে সে পানিতে পড়ে ডুবে মারা যায়। শিশু তাকসিন শার্শা উপজেলার বসতপুর গ্রামের কবির হোসেনের ছেলে।

শার্শার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক জানান, এদিন দুপুরে বাড়ির পেছনে পুকুর পাড়ে খেলা করছিল শিশু তাসকিন। এসময় অসাবধানতাবশত কোন এক সময় পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরে পানিতে ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পায়ে বাড়ির লোকজনকে খবর দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুতে গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন