যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুই নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে জেনারেল হাসপাতালের রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। এসময়ে যশোরের ২৮৯ জনের নমুনা পরীক্ষায় ১১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, যশোর ও ঝিনাইদহের দুই নারী গত ২৭ ও ২৮ জানুয়ারি করোনার উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরা হলেন, যশোরের বাঘারপাড়া উপজেলার ববিতা বেগম (৩৫) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তফুরা বেগম (৮০)। এরা দু’জনই মঙ্গলবার রাতে হাসপাতালে করোনা ওয়ার্ডের রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে জানানো হয়েছে, যশোরের ১৮০ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ১০৯টি পরীক্ষায় ৪০ জনের করোনা পজিটিভ হয়েছে। এ হিসেবে মোট পরীক্ষার তুলনায় গড় শনাক্তের হার ৩৮ দশমিক ৪০ শতাংশ। এদিন যশোর সদর উপজেলা এলাকায় সর্বোচ্চ ৮৫ জন রোগী করোনা পজিটিভ হয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের উপ সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম জানিয়েছেন, বর্তমানে হাসপাতালের রেডজোনে ১২৫ জন ও ইয়েলো জোনে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে মঙ্গলবার ২৪ ঘন্টায় মারা গিয়েছিলেন ছয়জন। যাদের দু’জন করোনা আক্রান্ত ও বাকি চারজনের করোনার উপসর্গ ছিলো।
খুলনা গেজেট/ এস আই