শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

বেনাপোলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তরুণী নিহত

নিজস্ব প্রতি‌বেদক, যশোর

যশোরের বেনাপোল স্থলবন্দরের এক নম্বর গেটের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুমাইয়া (১৯) নামে এক তরুণী নিহত হয়েছে। রবিবার দুপুরে ব্যাটারিচালিত ভ্যান থেকে ছিটকে পড়ে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। এ সময় চালকসহ ট্রাকটি আটক করেছে থানা পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার জানান, বেনাপোল স্থলবন্দরের এক নম্বর গেটের সামনে পাঁকা রাস্তর উপর থাকা ট্রাক (ঢাকা মেট্রো-ইউ-১১-০৫৪৩) পেছনের দিকে যাবার সময় একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানে ধাক্কা দেয়। এসময় ভ্যানে থাকা মহিলা যাত্রী সুমাইয়া আক্তার (১৯) ছিটকে ট্রাকের চাকার নীচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি বেনাপোল পোর্ট থানা এলাকার নারায়নপুর গ্রামের সাইফুল ইসলাম লিমনের স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে আটক করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন