বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২
শনাক্তের হার ৫২ শতাংশ

যশোরে করোনায় আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

খুলনার করোনায় আরো ৫ জনের মৃত্যু.jpg

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এসময়ে ২৫টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫২ শতাংশ।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে পাঠানো তথ্যে জানা যায়, যশোরের ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পজিটিভ হয়েছে।

এদিকে, যশোর জেনারেল হাসপাতালের ইয়েলোজোনে চিকিৎসাধীন অবস্থায় যশোরের মণিরামপুর উপজেলার রিজিয়া বেগম (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জানুযারি) ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

হাসপাতালের উপ সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম জানিয়েছেন, বর্তমানে জেনারেল হাসপাতালের রেডজোনে ১১, ইয়েলোজোনে ২৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন