বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

শার্শায় খাল থেকে ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতি‌বেদক, যশোর

যশোরের শার্শা উপজেলার ধলদা গ্রামের বড়বাড়ি খাল থেকে শাকিব হোসেন (১৯) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে শার্শা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। শাকিবের বাড়ি উপজেলার গোগা গ্রামে। ছিনতাইকারীরা তাকে ভাড়া করে ওই খালের পাড়ে নিয়ে হত্যা করে গাড়ি নিয়ে পালিয়ে গেছে বলে গ্রামবাসী ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে।

শার্শা থানার ডিউটি অফিসার এএসআই গোলাম আযম বলেন, গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে উপজেলার বড়বাড়ি খালপাড়ে গিয়ে শাকিব হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ইজিবাইক ছিনতাই করার পর শাকিবকে হত্যা করেছে। লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, হত্যাকারী আটকে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম  




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন