শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

শার্শায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা শার্শা উপজেলার গোগা বাজারে অভিযান চালিয়ে অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ আলমগীর কবির (৩৩) নামে এক যুবককে আটক করেছে। তিনি উপজেলার গোগা গ্রামের আইয়ুব আলীর ছেলে।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দুপুর আড়াইটার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে গোগা বাজারে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় তারা আলমগীর কবিরকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এরপর তাকে শার্শা থানায় সোপর্দ ও এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন