বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়ার জগন্নাথপুরে ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় পাঁচ বছরের শিশু নিহত হয়েছে। নিহত তানিশা ফকিরপাড়ার টিটু মোল্লার মেয়ে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় জগন্নাথপুর ফকিরপাড়ার বাড়ির সামনে বিনিময়পাড়ার শওকতের ছেলে জাহিদের ব‍্যাটারীচালিত দ্রুতগতির ভ‍্যানটি তানিশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত তানিশাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন রাত ১০টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এ ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাইকোর্টের নির্দেশে ব্যাটারি চালিত ভ্যান/ রিক্সা বন্ধের ঘোষণা দেওয়া হলেও প্রশাসনের তেমন কোন তৎপরতা দেখা যায় না। এভাবে প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটে চলেছে এমন দূর্ঘটনা। এমন চলতে থাকলে না জানি আরও কত মায়ের বুক খালি হবে। এ ব্যাপারে আশু পদক্ষেপ কামনা করেন তারা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন