বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

চৌগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে হোটেল ব্যবসায়িকে জরিমানা

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা ও পরিবেশনের দায়ে এক হোটেল ব্যবসায়ির নিকট থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের অভিযোগে পৌরসদরের ভিআইপি হোটেল নামে এক রেস্তরা মালিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের দায়ে ওই হোটেল মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন,অন্য রেস্তরাগুলোতেও অভিযান চালানো হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন