বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে করোনা উর্ধ্বমুখী, শনাক্তের হার ৩৩.৭৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় যশোরের ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৩ দশমিক ৭৪ শতাংশ।

বুধবার বিশ্ববিদ্যালয় থেকে করোনা রিপোর্ট সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যবিপ্রবির ল্যাবে মঙ্গলবার পাঠানো মোট ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের শরীরে করোনা পজিটিভ হয়েছে। এসময় ৫৫ জনের নেগেটিভ ফলাফল এসেছে। বর্তমানে যশোরে করোনা সংক্রমের হার উর্ধ্বমুখী বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন