বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

শার্শায় এক ব্যক্তি ছুরিকাহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শা উপজেলায় আব্দুল মাজেদ (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার নাভারন ইউনিয়ন পরিষদ এলকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুল মাজেদ উপজেলার বাদে নাভারন গ্রামের মৃত শেখ আব্দুস সামাদের ছেলে।

তিনি বলেন, শার্শা উপজেলার বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুল মাজেদ মেম্বর প্রার্থী ছিলেন। এ কারণে তিনি প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন। এ আগে হামলার ঘটনায় তিনি আদালতে মামলা করেন। এরই জের ধরে সন্ত্রাসীরা মঙ্গলবার রাতে আমাকে ছুরি মেরেছে। তবে তাদের চিনতে পারিনি।

যশোর সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসক আফরোজা মিম জানান, মাজেদের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। অবস্থা তেমন ভালো নয়। তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন