বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে পিস্তল ও বোমাসহ ২৭ মামলার আসামি আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ২৭ মামলার আসামি আবু জাফরকে বিদেশি পিস্তল ও বোমাসহ আটক করা হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে যশোর শহরের চাচঁড়া রায়পাড়া আঞ্চলিক প্রাণী গবেষণাগারের গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আবু জাফর শংকরপুর আশ্রম রোড এলাকার তনু হান্নান মিয়ার ছেলে।

চিহিৃত সন্ত্রাসী আবু জাফরের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা রয়েছে। পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ এক রাউন্ড গুলি ও দুটি ককটেল উদ্ধার করেছে।

যশোর ডিবি পুলিশের অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটক আবু জাফর যশোরের একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ২৭টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে অস্ত্র ও বোমাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন