খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হাসিমুখে জনগনকে সেবা দিন : যশোরে বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক, যশোর

খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের কাছে সেবা নিতে আসা জনগনের সাথে হাসিমুখে কথা বলুন ও সেবা দিন। তবেই আপনাদের প্রতি জনগনের আস্থা ফিরে আসবে এবং আপনাদের কর্তব্য প্রকৃত রূপ পাবে।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে তিনি যশোরের চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সূধীসমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারি কর্মকর্তাদের প্রতি এসব নিদের্শনা দেন।

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। বক্তৃতা করেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, বিদায়ী সহকারি কমিশনার (ভূমি) প্রকৌশলী কাফী বিন কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার, কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী, উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম, চৌগাছা সদর ইউপির বিদায়ী পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পাশাপোল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অবাইদুল ইসলাম সবুজ, সাংবাদিক আজিজুর রহমান, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, সাংবাদিক শাহানুর আলম উজ্জল প্রমুখ।

অনুষ্ঠানে প্রস্তাবের প্রেক্ষিতে চৌগাছায় কর অফিস স্থাপনের বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে বিভাগীয় কমিশনার বলেন, আমরা বিভিন্ন সময়ে লক্ষ্য করি সরকারি অফিসে জনসাধারণ সেবা নিতে আসলে কর্মকর্তাদের মুখ কালো হয়ে যায়। এটা যেনো না হয়। আপনারা হাসিমুখে জনসাধারণকে সেবা দেবেন। সময়ের সাথে সাথে সবাইকে প্রযুক্তির ব্যবহারে অভ্যস্ত হতে হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!