শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, ছাত্রলীগ নেতা বহিষ্কার

গে‌জেট ডেস্ক

প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে ভীতি সৃষ্টির অভিযোগে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ঝিকরগাছা উপজেলার গদখালি বাজারে পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার সোহাগ নিলয় অস্ত্র হাতে তবিবর রহমান তবির দোকানে গিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে।

এ বিষয়ে শুক্রবার উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে শাহরিয়ার সোহাগ নিলয় অস্ত্র হাতে দোকানদার ভয়ভীতি প্রদর্শন করেছে। এজন্য বৃহস্পতিবার রাতে তাকে ছাত্রলীগ থেকে বরখাস্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান তবি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী অভিকে মেরেছিল। তারপর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিলয় তার অনুসারীদের নিয়ে অস্ত্র হাতে এসে তবিকে ভয়-ভীতি দেখায়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন