যশোর শহরের নীলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাতজনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার বীরশ্রেষ্ঠ নুর মোহম্মদ শেখের ছেলে এসএম গোলাম মোস্তফা কামাল এ মামলা করেন।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলো, যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের গোলাম বিশ্বাসের পাঁচ ছেলে সামছুর রহমান, মুনসুর আলী, মঞ্জুর হোসেন, সাইফুল ইসলাম, শরিফুল ইষলাম, সামছুর রহমানের ছেলে সোহান ও ইকবাল হোসেনের ছেলে রাজু।
মামলা সূত্রে জানা গেছে, এসএম গোলাম মোস্তফা কামাল গত ৭ জুন চাউলিয়া মৌজায় ফুলজান বিবির কাছ থেকে তিনটি দাগে ২৬ শতক, ১৩ জুন বাঘারপাড়ার মির্জাপুর গ্রামের ময়না বেগমের কাছ থেকে তিন দাগে ১৩ শতক জমি কিনে সীমানা নির্ধারণ করে ভোগদখল করে আসছেন। গত ১৫ নভেম্বর আসামিরাসহ ১৫/২০ জন সন্ত্রাসী জমিতে এসে সীমানা খুটি ও সাইবোর্ড উঠিয়ে ভেঙে ফেলেন। এ সংবাদ পেয়ে পরদিন বাদী সাক্ষীদের নিয়ে ঘটনাস্থলে গেলে আসামিরা তাদের গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে আসামিরা তাদের মারপিট করেন। এরপর আসামিরা জানিয়ে দেয়, জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করতে হলে তাদের ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে। না দিলে বোমা হামলা করে সকলকে হত্যা করা হবে বলে হুমকি দেন।
খুলনা গেজেট/ এস আই