যশোরে বেনাপোল রুটের কমিউটার ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে চার ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ট্রেন লাইন সচল করা হয়। যশোর রেলস্টেশনের মাস্টার আয়নাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টায় বেনাপোল থেকে খুলনার উদ্দেশে কমিউটার ট্রেন বেতনা এক্সপ্রেস ছেড়ে আসে। ট্রেনটি সন্ধ্যা ৬টায় যশোর স্টেশনে প্রবেশের মুহুর্তে পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। এসময় লাইনের ওপর থমকে যায় ট্রেনটি। এতে কোন যাত্রী আহত না হলেও খুলনাগামীরা ব্যাপক সমস্যায় পড়েন। যাত্রীদের ট্রেন থেকে নেমে বিকল্প ব্যবস্থায় নির্দিষ্ট গন্তব্যে পৌছাতে হয়েছে। এদিকে সড়কের ওপর ট্রেন লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে যায় যশোর শহরের অন্যতম ব্যস্ততম মুজিব সড়কটি। কারণ রেলক্রসিংয়ের উপরই আটকে আছে ট্রেনটি। এ কারণে সড়কের দু’পাশে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। একইসাথে যশোর থেকে উত্তরবঙ্গ ও ঢাকাগামী সকল ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়। অবশেষে রাত সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।