বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ আইসসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ভয়ঙ্কর নেশাদ্রব্য ‘ক্রিস্টাল মেথ আইস’ ও ইয়াবাসহ রিনা খাতুন নামে এক মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে শহরের সিটি কলেজপাড়ায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে। আটক রিনা খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বেগুনবাড়িয়া সাদিপুর গ্রামের মামুন মন্ডলের স্ত্রী।

যশোর ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ডিবি পুলিশ শহরের সিটি কলেজ পাড়ায় অভিযান চালায়। এসময় কলেজের পূর্বপাশের গলি থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী রিনা খাতুনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুই গ্রাম ভয়ংকর নেশাদ্রব্য ‘ক্রিস্টাল মেথ আইস’ ও ৫৯০ পিস ইয়াবা উদ্ধার হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য দুই লাখ ৭০ হাজার টাকা বলে পুলিশ দাবি করেছে। এ বিষয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন