বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

তিন বছর পর দেশে ফিরলেন পাচার হওয়া একই পরিবারের ৮ জন

শার্শা প্রতিনিধি

ভারতে পাচার হওয়া একই পরিবারের আট সদস্যকে তিন বছর পর হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। তাদের মধ্যে দুই জন পুরুষ, তিন জন নারী ও তিন জন শিশু।

বৃহস্পতিবার বিকালে ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। তাদের বাড়ি বরিশালের স্মরণখোলা উপজেলায়।

জানা গেছে, অভাবের কারণে দালালের খপ্পরে পড়ে তিন বছর আগে অবৈধ পথে ভারতে গিয়েছিলেন তারা। সেখানকার পুলিশ তাদের আটক করে সদরদফতরে নিজেদের হেফাজতে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বিশেষ ট্রাভেল পারমিটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ জানান, তাদেরকে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেখান থেকে ‌‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির সিনিয়র প্রোগ্রাম অফিসার এবিএম মুহিত হোসেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন