শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

মণিরামপুরে ১২ চেয়ারম্যানসহ ৪৬ জনের প্রার্থীতা প্রত্যাহার

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুর উপজেলার ১৬ ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ৯১৫ জন প্রার্থীর মধ্যে ৪৬ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। ১১ নভেম্বর (বৃহস্পতিবার) ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

প্রার্থীতা প্রত্যাহারের মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ১২, সাধারণ সদস্য পদে ৩৩ এবং সংরক্ষিত পদে ১ জন। চেয়ারম্যান পদে যারা প্রত্যাহার করেছেন তারা হলেন শ্যামকুড় ইউনিয়নে মনিরুজ্জামান মনি, আনছার আলী ও ডা. মনিরুজ্জামান। মনোহরপুর ইউপিতে বিএম ওয়াহিদুজ্জামান ও দিপালী রানী। ঝাঁপা ইউনিয়নে আবুল বাশার। হরিদাসকাটি ইউপিতে দীনবন্ধু রায় ও রাহুল রায়। খেদাপাড়া ইউনিয়নে শহিদুল ইসলাম। ঢাকুরিয়া ইউপিতে আব্দুল গনি এবং ভোজগাতী ইউনিয়নে আসাদুজ্জামান ও শরিফুল ইসলাম। ১৬ ইউনিয়নে প্রার্থী হিসেবে বহাল রয়েছেন চেয়ারম্যান পদে ৭৯, সাধারণ সদস্য ৬১০ ও সংরক্ষিত পদে ১৮০ জন।

বিষয়টি নিশ্চিত করেন ১৬ ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট ৮ জন রিটার্নিং অফিসার। চলতি মাসের ২৮ নভেম্বর মণিরামপুর উপজেলার ১৬ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন