বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে বৃদ্ধ পিতাকে মারধোর, পুত্র আটক

নিজস্ব প্রতিবেদক

যশোরে বৃদ্ধ পিতাকে মারধোরে মামলার আসামী ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। আটক যুবকের নাম মোঃ হাবিবুর রহমান মিন্টু। সে যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, যশোর মনিরামপুরের ব্রহ্মপুর গ্রামে বসত বাড়ি ভাগ করাকে কেন্দ্র করে বৃদ্ধ বাবাকে মারধোর করে ছেলে মোঃ হাবিবুর রহমান মিন্টু। মারধোরে ঘটনায় বৃদ্ধ সবুর আলী (৫৫) গুরুত্বর জখম হয়। এঘটনায়  মোঃ হাবিবুর রহমান মিন্টুর বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা করা হয় (যার নং-১৩, ১৭-৬-২১ইং)।

মামলার পর থেকে আসামী মোঃ হাবিবুর রহমান মিন্টু আত্নগোপন করে। এরপর মামলাটি ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৬ (যশোর ক্যাম্প)।

এরপর শনিবার (০৬ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে আজ রবিবার মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন