শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

বেনাপোলে পিস্তল-গুলি ও ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকার গয়ড়া গ্রাম থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ সুরুজ মিয়া (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার (৩ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের গোলাম আলীর ছেলে।

যশোর র‌্যাব ক্যাম্পের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সুরুজ মিয়া নামে এক অস্ত্র ব্যবসায়ী অস্ত্রের চালান নিয়ে গয়ড়া গ্রামের পাঁকা রাস্তার পাশে অবস্থান করছে। এ সংবাদে ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। এসময় ওই অস্ত্রসহ সুরুজকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাব সদস্যদের দেয়া অস্ত্রসহ আসামিকে বৃহস্পতিবার (৪ নভেম্বর) যশোর আদালতে পাঠানো হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন