‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা ও সম্প্রীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় যশোর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে পুলিশ লাইন মাঠে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশিং কমিটির উপদেষ্টা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমীন প্রমুখ।
সভায় পুলিশ সুপার বলেন, কমিউনিটি পুলিশের মাধ্যমে আমরা গ্রাম অঞ্চলের অপরাধের তথ্য পাই এবং আইন প্রয়োগ করতে পারি। দিন দিন এ সংগঠনের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে। সাধারণ মানুষকে আমাদের ম্যাসেজ একটাই অপরাধী কোন দলের হয় না, এ কারণে অপরাধ করে কেউ পার পাবে না। এ জন্য পুলিশের সাথে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
এআগে শহরের বিভিন্ন স্থান থেকে পুলিশিং কমিটির সদস্যরা শোভাযাত্রা সহকারে পুলিশ লাইন মাঠে সমাবেশ স্থলে যোগ দেয়।
খুলনা গেজেট/ টি আই