শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

ঝিকরগাছায় বিদেশি পিস্তল ও ককটেলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছায় র‌্যাব-৬ এর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশে পিস্তল, সাতটি ককটেলসহ এক সন্ত্রাসীকে আটক করেছে।

আটক নুর মোহাম্মদ ঝিকরগাছা উপজেলার আজিমপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। বৃহস্পতিবার রাতে শিমুলিয়া ইউনিয়নের আজিমপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মফিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি ককটেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে র‌্যাব তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন