শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোর আদালত চত্বরে যৌতুক মামলার আসামি পিটিয়েছে বাদীকে

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে যৌতুক মামলা প্রত্যাহার করে না নেয়ায় বাদীকে মারপিট করেছে অভিযুক্ত রফিকুল ইসলাম। মঙ্গলবার জজ আদালত চত্বরে অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের চেম্বারের সামনে এ ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন আইনজীবী নিজে। এ ব্যাপারে ভুক্তভোগী সালমা বেগম কোতয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, মণিরামপুরের হায়াতপুর গ্রামের মৃত হায়দার আলীর মেয়ে সালমা বেগমকে অভিযুক্ত রফিকুল ইসলাম বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর তিনি যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করেন। এ যৌতুক দিতে অস্বীকার করায় সালমাকে মারপিট করে ভাড়া বাসায় ফেলে চলে যায় রফিকুল। পরে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে ২০২০ সালের ২ মার্চ রফিকুল ইসলামকে আসামি করে যৌতুক নিরোধ আইনে তিনি মামলা করেন। এ মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য সালমাকে হুমকি দিয়ে আসছিল রফিকুল। মঙ্গলবার মামলার ধার্য দিনে এ মামলার চার্জ গঠন করে আদালত। আদালতের কার্যক্রম শেষে বাদী সালমা বেগম জজ আদলত ভবনের পশ্চিম পাশে তার আইনজীবী আসাদুজ্জামানের চেম্বার যান। এ সময় আসামি রফিকুল ইসলাম তার কয়েকজন সহযোগীকে নিয়ে সালমা বেগমকে মারপিট করেন।

একপর্যায়ে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আগামী দিনে মামলার হাজিরা দিতে আসলে খুন জখম করবে বলে হুমকি দিয়ে তারা চলে যায়।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন