যশোরের চৌগাছা ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেমের প্রাইভেটকার লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে বোমা হামলায় কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রার্থী আবুল কাশেম জানান, তার কর্মী সমর্থক নিয়ে চৌগাছার বেড়গোবিন্দপুর গ্রামে রোববার রাত ৯টার দিকে গণসংযোগ করছিলেন। সেখানে তিনি গ্রামের ভোটারদের সাথে কথাবার্তা শেষ করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে কুঠিপাড়া মোড়ে পৌঁছালে কিছু কর্মী তাকে বিদায় জানাতে প্রাইভেটকারটি থামায়। এরপর রাত প্রায় ১১ টার দিকে চৌগাছা বাজারস্থ পুরাতন গরুহাট সংলগ্ন বাড়ির সামনে পৌঁছালে তার গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এসময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরণ হলেও কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা বিষয়টি চৌগাছা থানা পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থলে থানার ওসিসহ পুলিশ ফোর্স হাজির হয়। তারা বোমার আলামত উদ্ধার ও অভিযান শুরু করেন।
চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই এ বোমা হামলা চালানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম