বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

মণিরামপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ছাত্র নিহত

মণিরামপুর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বোরহান হোসেন নামে ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বোরহান উপজেলার বাগডাঙ্গা গ্রামের জহুরুল ইসলামের পুত্র।

স্থানীয় সূত্রে জানাযায়, স্কুল ছাত্র বোরহান মোটরসাইকেল চালিয়ে বাহাদুরপুর এলাকায় এসে ফিরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা খায়।

এসময় স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় ওই স্কুল ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আলমগীর হোসেন শিমুল জানান, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/ টি আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন