বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

কেশবপুরে দুই সাংবাদিক ও দুই কলেজ ছাত্র ডেঙ্গু আক্রান্ত

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুরে দুই সাংবাদিকসহ দুই কলেজ ছাত্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু রোগিদের জন্য নির্ধারিত কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্তরা হলেন, দৈনিক কালের কন্ঠের কেশবপুর প্রতিনিধি নূরুল ইসলাম খান, দৈনিক গ্রামের কাগজের কেশবপুর প্রতিনিধি কামরুজ্জামান রাজু , ভোগতী নরেন্দ্রপুর গ্রামের কলেজ ছাত্র হাবিবুর রহমান ও বোরহান উদ্দিন।

দৈনিক কালের কন্ঠের কেশবপুর প্রতিনিধি নূরুল ইসলাম খান জ্বরে আক্রান্ত হয়ে রবিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ সময় রক্ত পরীক্ষা করালে তার শরীরে ডেঙ্গু জ্বর ধরা পড়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসানুল মিজান রুমি বলেন, ‘রোববার সাংবাদিক নূরুল ইসলাম খান ও সাংবাদিক কামরুজ্জামান রাজুর ডেঙ্গু জ্বর ধরা পড়েছে। তাদের শরীর কিছুটা দুর্বল তবে চিকিৎসা চলছে। চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে। চলতি মাসে আরও ৩ জন ডেঙ্গু রোগি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।’

সাংবাদিক নূরুল ইসলাম খান ও কামরুজ্জামান রাজুর সুস্থতা কামনা করেছেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন ও যুগ্ম সম্পাদক উৎপল দে প্রমুখ।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন