শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদ উদ্দিন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) সকালে শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহাদ উদ্দিন মাটিপুকুর গ্রামের মৃত জাহান আলী ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদ উদ্দিন বাড়ির পাশে বৈদ‍্যুতিক লাইনের তার টানতে যেয়ে অসাবধানতাবশত দূর্ঘটনা কবলে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান বলেন, ‘বিদ্যুৎপৃষ্টে মৃত্যুর খবর পেয়েছি। অফিসার পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন