শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

ঝিকরগাছা প্রতিনিধি

ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শামীম রেজা আর নেই। মঙ্গলবার রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান।

শামীম পৌর সদরের মৃত সুলতান বিশ্বাসের ছেলে এবং ঝিকরগাছা পৌরসভা ২ নং ওয়ার্ড কমিশনার মৃত কপিল উদ্দীনের ছোট ভাই। ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্যবসায়ীক কাজে মোটরসাইকেলে যশোর যাচ্ছিলেন শামীম। পথিমধ্যে নতুনহাট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেলে রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন