শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২
যশোরে মতবিনিময় সভা

ভবদহের জলাবদ্ধতা নিরসনে হচ্ছে ডেল্টা প্ল্যান

নিজস্ব প্রতিবেদক, যশোর

পানি সম্পদ মন্ত্রণালয়ের চিফ ইনোভেশন অফিসার আজাদুর রহমান মলি­ক বলেছেন, যশোরের ভবদহ অঞ্চলে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে ডেল্টা প্ল্যানের আওতায় টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এটির স্থায়ী সমাধানের জন্য নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, আপাতত টিআরএম প্রকল্প চালু থাকবে। সেই সাথে পাম্প মেশিন দিয়ে পানি নিষ্কাশনের কাজও চলবে। সাধারণ মানুষের সুবিধার্থে যেসব পরিকল্পনা বাস্তবায়ন করা প্রয়োজন সেইসব পরিকল্পনা গ্রহণ করা হবে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) যশোর কালেক্টরেট সভাকক্ষে ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব এ কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম ও যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ডু, ভবদহ পানি নিস্কাশন আন্দোলন কমিটির নেতা ইকবাল কবীর জাহিদ প্রমুখ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন