বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শহরের ষষ্ঠিতলাপাড়ায় অভিযান চালিয়ে গুলিভর্তি বিদেশি পিস্তল ও ইয়াবাসহ রিয়াজ হোসেন বাপ্পি (২৫) নামে এক যুবককে আটক করেছে। বাপ্পী ওই এলাকার আব্দুল খালেকের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে মাদকদ্রব্য উদ্ধারের জন্য তারা জিলা স্কুলের সামনে ষষ্ঠিতলাপাড়া বাইলেনের একটি বাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ির একটি ঘর তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজ হোসেন বাপ্পিকে আটক করেন। তার ঘরের বিছানার তোষকের নিচে গুলিভর্তি পিস্তল ও ইয়াবা ট্যাবলেট ছিল বলে তিনি জানান।

তিনি আরও জানান, এ ঘটনায় আটক রিয়াজ হোসেন বাপ্পির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন