বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

নওয়াপাড়া পৌরসভায় প্রথমবার ইভিএমে ভোট কাল

অভয়নগর প্রতিনিধি

নওয়াপাড়া পৌরসভা সাধারণ নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রথমবারের মত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটপ্রদান হবে। ভোটারগণ স্ব স্ব এলাকার ভোটকেন্দ্রে সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম মেশিনে ভোটপ্রদান অর্থাৎ মক ভোটিং অনুষ্ঠিত হবে।

নওয়াপাড়া পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার ও অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান দায়িত্ব পালন করবেন।নির্বাচনকে ঘিরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের কাছে যেয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করেছেন। নওয়াপাড়া পৌরসভার আয়তন ২৫.১২ বর্গ কিলোমিটার।

অভয়নগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৬৩ হাজার ১শ’ ৮৬ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩১ হাজার ১শ’ ৪১ এবং নারী ভোটারের সংখ্যা ৩২ হাজার ৪৫ জন।

এবারের নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন ৩ জন। ৩টি সংরক্ষিত ওয়ার্ডে সংরক্ষিত আগামী মহিলা কাউন্সিলর প্রার্থী হিসাবে ১১ জন এবং ৯টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর প্রার্থী হিসাবে রয়েছেন ৫৫ জন পুরুষ প্রার্থী। সর্ব মোট ৭০ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

আসন্ন নওয়াপাড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন এবং ভোট কেন্দ্র গুলোতে প্রিজাইডিং অফিসার নিয়োগও সম্পন্ন করেছে স্থানীয় নির্বাচন কমিশন। ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিতের বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ এ কে এম শামীম হাসান।

উল্লেখ্য, আসন্ন ২০ সেপ্টেম্বর নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে ৩০টি ভোট কেন্দ্রের ৮৮টি বুথে ৬৩ হাজার ১শ’ ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন