বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে একযোগে ১২ পুলিশ পরিদর্শক বদলি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে একযোগে বিভিন্ন থানা ও ফাঁড়ির ১২ পুলিশ পরিদর্শককে অভ্যন্তরীণ বদলি করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার স্বাক্ষরিত এক পত্রে এ বদলির আদেশ দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল বেলাল হোসাইন।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) শহিদুল ইসলামকে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে এবং চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ
রোকিবুজ্জামানকে নাভারণ পুলিশ সার্কেল অফিসে, মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সিকদার মতিয়ার রহমানকে কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত), কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ওয়াহিদুজ্জামানকে মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত), পুলিশ লাইনে কর্মরত পুলিশ পরিদর্শক গোলাম রসুলকে মণিরামপুর সার্কেল অফিসে, পরিদর্শক রেজাউল করীমকে পুরাতন কসবা ফাঁড়িতে, পরিদর্শক ইকবাল বাহার খাঁনকে যশোর আদালতে, পরিদর্শক কামরুজ্জামানকে ঝিকরগাছার বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে, পরিদর্শক আনোয়ার হোসেন খাঁনকে পুলিশ হাসপাতালে, পরিদর্শক এসএম আশিকুল ইসলামকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল অফিসে, পরিদর্শক মকবুল হোসেনকে বাঘারপাড়া থানার ইন্সúেক্টর (তদন্ত) এবং বাঘারপাড়ার ইন্সপেক্টর (তদন্ত) শাহিনুর রহমানকে জেলা গোয়েন্দা শাখা ডিবিতে বদলি করা হয়েছে। পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এই প্রথম জেলায় একযোগে ১২ জন পুলিশ কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন